IQNA

ইরানের প্রেসিডেন্ট;

কুদস ভুলে যাওয়ার মতো নয় এবং এই ভূখণ্ড অত্যাচারীদের দখলে থাকবে না

23:43 - May 20, 2020
সংবাদ: 2610817
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, বিশ্বের মুসলমানেরা কখনোই আল-কুদস বা বায়তুল মুকাদ্দাসকে ভুলে যাবে না এবং এই পবিত্র ভূমি চিরকাল জালিমদের দখলে থাকবে না। তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন।

করোনা পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে ড. রুহানি আরও বলেন, এ বছরও বিশ্ব কুদস দিবসে নানাভাবে মজলুম ফিলিস্তিনিদের বার্তা ও আহ্বান বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়া হবে।

তিনি বলেন, ইরানিরা কখনোই ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন ও হত্যা-নির্যাতনকে মেনে নেবে না এবং চূড়ান্তভাবে ফিলিস্তিনিরাই বিজয়ী হবে। দৃঢ় প্রতিরোধ ও সদিচ্ছা তাদেরকে বিজয় এনে দেবে।

ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, প্রতিদিন ফিলিস্তিনিসহ গোটা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে আমেরিকা নতুন নতুন ষড়যন্ত্র করছে। ফিলিস্তিনি জনগণ ৭০ বছরের বেশি সময় ধরে তাদের ঘরবাড়ি-ভিটেমাটি থেকে বিতাড়িত। তারা শরণার্থী হিসেবে জীবনযাপন করছে।

রুহানি বলেন, অত্যাচারীদের মোকাবেলায় রুখে দাঁড়ানো এবং মজলুমদের প্রতি সমর্থন ও সহযোগিতা দেওয়া ইসলামি প্রজাতন্ত্র ইরানের মৌলিক নীতি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সাম্রাজ্যবাদী শক্তি জালিম ও বর্ণবাদীদের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে। তারা সব সময় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু চূড়ান্তভাবে মিথ্যার ওপর সত্যের বিজয় হবেই।

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমস্যার কথা তুলে ধরে ইরানের প্রেসিডেন্ট বলেন, যারা গত কয়েক বছর ধরে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা এখন সবচেয়ে কঠিন সমস্যার সম্মুখীন। করোনা মোকাবেলার ক্ষেত্রে প্রমাণিত হয়েছে তারা কতটা অক্ষম। iqna

captcha