ইকনা- ঐতিহাসিক সাতটি মসজিদ সংরক্ষণের বিশেষ উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার সরকার। দেশটির পেনাং অঞ্চলের এসব মসজিদকে সরকার ‘ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করে পরিপত্র জারি করেছে। পাশাপাশি মসজিদগুলো সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য ১.১৭ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ দিয়েছে। মসজিদগুলো খ্রিস্টীয় উনিশ শতকে নির্মিত।
14:28 , 2025 Nov 20