IQNA

ইরানে বন্যার ঘটনাকে কেন্দ্র করে সর্বোচ্চ সর্বোচ্চ নেতার বাণী

20:44 - July 31, 2022
সংবাদ: 3472209
তেহরান (ইকনা):  ইরানের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যার পর, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা ক্ষতিগ্রস্তদের প্রতি তার সমবেদনা প্রকাশ করেন এবং কর্তৃপক্ষকে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। এছাড়াও তিনি বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য ত্রাণ গোষ্ঠীর প্রচেষ্টা  এবং তাদের কার্যক্রমগুলি অব্যাহত রাখার আহ্বান জানান।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন স্থানে বন্যায় এ পর্যন্ত অন্তত ৬১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন। আর্থিক ক্ষতিও হয়েছে ব্যাপক। এ অবস্থায় শোক ও সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর বাণীটি নীচে তুলে ধরা হল: 
বিসমিল্লাহির রাহমানির রাহীম
'বন্যায় দেশের কিছু প্রিয় মানুষ মারা গেছেন, অনেকেই আর্থিক ও মানসিক দিক থেকে ক্ষতির শিকার হয়েছেন। আমি তাদের সবার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষতি কাটিয়ে উঠার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।'বন্যা কবলিত এলাকাগুলোতে দ্রুত উপস্থিত হয়ে পদক্ষেপ গ্রহণের জন্য কর্মকর্তা ও ত্রাণ সংস্থাগুলোকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর পছন্দনীয় এসব পদক্ষেপ ও চেষ্টা অব্যাহত রাখা সবারই দায়িত্ব। আল্লাহর কাছে সবার সাফল্য কামনা করছি।'
সাইয়্যেদ আলী খামেনেয়ী
৮ম মোরদাদ, ১৪০১
4074557

 

captcha