IQNA

আয়ারল্যান্ডে ইসলামী সংস্কৃতি বিষয়ক প্রদর্শনী

20:57 - May 30, 2022
সংবাদ: 3471924
তেহরান (ইকনা): আয়ারল্যান্ডের একটি স্বেচ্ছাসেবী মুসলিম গ্রুপ কর্তৃক ইসলামী সংস্কৃতি বিষয়ক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আয়োজক সংস্থা ‘ডিসকভার ইসলাম আয়ারল্যান্ড’ (ডিআইআই) বলছে, জনসাধারণের ভুল ধারণা দূর করতে এ আয়োজন করেছে তারা। গত ২৮ মে আয়ারল্যান্ডের থারলেজের হায়েস হোটেলে প্রদর্শনীটি সম্পন্ন হয়।
‘থারলেজ ইসলামিক কমিউনিটি সেন্টারে’র ইমাম সাদি ইলমাগদুব বলেন, ‘আমরা আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাই এবং টিপেরারি কাউন্টিতে বসবাসকারী আইরিশদের প্রতি সম্মান প্রদর্শন করছি, যেন তারা আমাদের সঙ্গে যোগদান করেন প্রতিবন্ধকতা দূর করা, যোগাযোগ প্রতিষ্ঠা করা এবং স্থানীয়দের সঙ্গে সেতুবন্ধ তৈরির কাজে।
 
প্রদর্শনীতে ইসলামী সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। যেমন— ক্যালিগ্রাফি, ইসলামী পোশাক, ইসলামী বই-পুস্তক, আয়ারল্যান্ডে ইসলামের ইতিহাস ইত্যাদি। এ ছাড়া শিশু ও নারীদের জন্য ছিল মেহেদির বিশেষ আয়োজন। ডিআইআই আয়ারল্যান্ডে তথ্য প্রচার, প্রদর্শনী, উপস্থাপনা, কর্মশালা ও সাহিত্যকর্মের মাধ্যমে ইসলামের সঠিক রূপরেখা তুলে ধরতে চায়। বিশেষ করে তারা ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা দূর করতে চায়।
 
উল্লেখ্য, পিউ রিসার্চের মতে আয়ারল্যান্ডে ৭০ হাজারের মতো মুসলমানের বসবাস।
 
সূত্র : অ্যাবাউট ইসলাম
captcha