IQNA

পদত্যাগপত্র জমা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী

16:18 - December 01, 2019
সংবাদ: 2609743
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি সেদেশের সংসদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আব্দুল মাহদি পদত্যাগের পর মন্ত্রীসভায় এক ভাষণে বলেছেন, দায়িত্ব নেওয়ার এক বছর পর এখন পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে নতুন কাউকে এ দায়িত্ব নিতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি শান্ত করতে তার পদত্যাগ জরুরি হয়ে পড়েছে বলেও জানান তিনি।

ইরাকে চলমান বিক্ষোভ ও সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিক্ষোভকে শান্তিপূর্ণ হিসেবে গণ্য করে পদক্ষেপ নিলেও এতে দুর্বৃত্তরা ঢুকে পড়েছে। আব্দুল মাহদি বলেন, সরকার রক্তপাত এড়ানোর সর্বাত্মক চেষ্টা চালিয়েছে কিন্তু কেউ কেউ দাঙ্গা ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। পরিস্থিতি বিবেচনায় দ্রুত তার পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান ইরাকের প্রধানমন্ত্রী।

আদিল আব্দুল মাহদি তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন: "এতে সন্দেহ নেই যে সমস্ত সম্মানিত সংসদ সদস্যরা দ্রুত সম্ভব সঠিক বিকল্পটি বেছে নিতে আগ্রহী, কারণ বর্তমান পরিস্থিতিতে কোন অন্তর্বর্তীকালীন সরকারকে সহ্য করবে না।

তিনি ইরাকি সংসদের প্রতি আহ্বান জানিয়েছেন, নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভা গঠন না হওয়া পর্যন্ত দেশের সংবিধান এবং সাধারণ আইন অনুসারে তাকে সরকারের দায়িত্ব পালনের জন্য অনুমতি দেওয়া হয়।

এদিকে ইরাকে জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি জেনিন হেনিস প্লাসকোয়ার বলেছেন: মঙ্গলবার, ৩য় ডিসেম্বর জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলকে ইরাকের পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করা হবে। iqna

 

পদত্যাগপত্র জমা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী

ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদির পদত্যাগপত্র

 

captcha