IQNA

লেবাননে দ্রুত নতুন সরকার গঠনের দাবীতে পম্পেও

10:57 - November 01, 2019
সংবাদ: 2609548
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে লেবাননের নেতাদের নিকটে দ্রুত নতুন সরকার গঠনের দাবী জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ৯ম অক্টোবর টুইটারে লেবাননের কর্তৃপক্ষের নিকট সেদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য দ্রুত নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছে। পম্পেও এই বিবৃতিটি পরবর্তীতে বৈরুতে মার্কিন দূতাবাস থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
এছাড়াও বৈরুতে মার্কিন দূতাবাস লেবাননের সেনাবাহিনী এবং সুরক্ষা বাহিনী নিকটে বিক্ষোভকারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য যে, মঙ্গলবার লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি পদত্যাগ করেছেন এবং লেবাননের রাষ্ট্রপতি মিশেল আউনও বুধবার তার পদত্যাগ গ্রহণ করেছেন। iqna

captcha