IQNA

লেবাননের প্রেসিডেন্টের নিকট পদত্যাগপত্র জমা দিলেন সাদ হারিরি

7:14 - October 31, 2019
সংবাদ: 2609543
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের প্রধানমন্ত্রী সা'দ হারিরি পদত্যাগ করেছেন। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট প্রাসাদে গিয়ে মিশেল আউনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পদত্যাগপত্র জমা দেওয়ার আগে এক সংক্ষিপ্ত ভাষণে সা'দ হারিরি বলেন, অচলাবস্থা দেখা দিয়েছে। এ অবস্থায় দেশের রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে দেশ রক্ষা করা। লেবাননের আইন অনুযায়ী নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভাই দেশ পরিচালনা করবেন।

অর্থনৈতিক সমস্যা নিরসনসহ নানা দাবিতে গত ১৩ দিন ধরে লেবাননে বিক্ষোভ চলছে। তবে সা'দ হারিরির পদত্যাগের ফলে সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন না দেশটির সংসদ স্পিকার নাবি বেরি।

তিনি বলেছেন, লেবাননের সরকারের পদত্যাগের ফলে পরিস্থিতি আরও জটিল হবে।

অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, লেবাননে নয়া সরকার গঠন হতে দীর্ঘ সময় লাগে। এবারও এ ধরণের পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। iqna

 

captcha