IQNA

নাইজেরিয়ায় জাতীয় কুরআন প্রতিযোগিতা

23:28 - December 04, 2018
সংবাদ: 2607444
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান চলতি বছরের শেষে দিকে অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ায় গোম্বা প্রদেশে ডিসেম্বর মাসের ২৮ তারিখ থেকে উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হবে এবং একাধারে ২০১৯ সালের ৫ম জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
সম্প্রতি সেদেশের ইডো প্রদেশের কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতার আয়োজক কমিটির কর্মকর্তা "ইব্রাহীম উয়ারখাভা" বলেন: ইডো প্রদেশে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় মোট ১০৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এসকল প্রতিযোগীদের মধ্যে মোট ৬ বিভাগে ৬০ জন প্রতিযোগী শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন। নাইজেরিয়ার জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে এসকল প্রতিযোগীদের মধ্যে ১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।
তিনি বলেন: জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে জাতীয় বিচারকগণের উপস্থিতিতে এই প্রদেশের প্রতিনিধিদের নিয়ে একটি শিক্ষামূলক কোর্স অনুষ্ঠিত হবে।
iqna

 

captcha