IQNA

মাহাথির মোহাম্মদ বলেছেন;

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিচার শীঘ্রই করা হবে

18:56 - June 29, 2018
সংবাদ: 2606092
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন: ঘুষ গ্রহণ এবং আর্থিক দুর্নীতির জন্য মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব আব্দুর রাজাকের বিচারকার্য অতি শীঘ্রই সম্পন্ন করা হবে।

 

বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জাকার্তায় মালয়েশিয়ার দূতাবাসের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বলেন: ঘুষ গ্রহণ এবং আর্থিক দুর্নীতির জন্য মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব আব্দুর রাজাকের বিচারকার্য অতি শীঘ্রই সম্পন্ন করা হবে।

তিনি বলেন: সকলেরই একটা প্রশ্ন, কেন এতদিন নাজিব আব্দুর রাজাকে গ্রেফতার করা হয়নি? তবে আমি বিশ্বাস করি যে, শীঘ্রই তার বিচার করা হবে। তার বিচারের জন্য শক্তিশালী ও স্পষ্ট প্রমাণের প্রয়োজন। যাতেকরে তার বিচার কার্য ব্যর্থ না হয়।

এদিকে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী গতকাল (২৮শে জুন) ঘোষণা করেছে, শীঘ্রই সৌদি আরবে অবস্থানর মালয়েশিয়ান সৈন্যদের প্রত্যাহার করা হবে। সৌদির নেতৃত্বাধীন জোট বাহিনী হয়ে এতদিন এসকল সৈন্য ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল।

সৌদি আরবের নেতৃত্বে ২০১৫ সালের এপ্রিল মাস থেক জোট বাহিনীর সৈন্যরা ইয়েমেনে আকাশপথে, পানিপথে এবং স্থলপথে ভারী হামলা চালাচ্ছে। এই বর্বর হামলার ফলে ইয়েমেনের অনেক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে এবং দারিদ্র্য, বেকারত্ব এবং সংক্রামক ব্যাধির বিস্তার লাভ করেছে। মালয়েশিয়া সৌদি জোট বাহিনীকে সাহায্য করার জন্য ২০১৫ সাল থেকে নিজেদের সৈন্যদেরকে সৌদি আরবে পাঠিয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়ি থেকে প্রায় ২ হাজার কোটি টাকা মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। জব্দ করা সম্পদের মধ্যে ১২ হাজার পিস গয়না, বিভিন্ন ব্যাগে প্রায় তিন কোটি ডলারের সমমূল্যের ২৬টি দেশের মুদ্রা, ৪২৩টি ঘড়ি এবং ২৩৪ জোড়া সানগ্লাস। এ ছাড়া নামীদামি নকশাকারদের তৈরি খুব দামি ও শৌখিন জিনিস রয়েছে। গত মাসে কুয়ালালামপুরে নাজিবের বিলাসবহুল ভবন এবং মূল বাড়িসহ তার সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি স্থানে অভিযান চালিয়ে এসব মূল্যবান জিনিস জব্দ করা হয়।

iqna

 

 

captcha