IQNA

ফিলিস্তিনি শিশুর বার্তায় আন্তর্জাতিক সম্প্রদায় স্তব্ধ

19:02 - June 06, 2018
সংবাদ: 2605925
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সামাজিক নেটওয়ার্কে ফিলিস্তিনের একটি নিষ্পাপ শিশুর ভিডিও বার্তা প্রকাশিত হয়েছে। ভিডিও বার্তায় ফিলিস্তিনি শিশুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি প্রশ্ন করেছে।

আমিরুল মু'মিনিন আলী'র (আ.) দৃষ্টিতে মাহে রমজান
বার্তা সংস্থা ইকনা: প্রকাশিত ভিডিওতে ফিলিস্তিনের শিশুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের সমস্যা মোকাবেলার জন্য একটি প্রশ্ন করেছে।
এই শিশুটি বলেছে, আমার একটি প্রশ্ন আছে। (ফিলিস্তিনি জনগণ এবং শিশুদের রক্ষার্থে) মানবাধিকার সংগঠন এবং শিশু অধিকার সংগঠনগুলো কোথায়?
তিনি আর বলেন: আমি আরব এবং অনারব সকল আন্তর্জাতিক সম্প্রদায় এবং প্রত্যেক বিবেকবান ও সচেতন ব্যক্তির নিকট ফিলিস্তিনি শিশুদের প্রতি সহানুভূতি এবং সংহতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা দেখেন আমরাও শিশু। আমরা জেরুজালেম এবং ফিলিস্তিনের শিশু। তবে আমরা জীবন যাপন করি না। জেরুজালেম এবং ফিলিস্তিনের শিশুরা হচ্ছে পৃথিবীর বুকে আপনাদের (আন্তর্জাতিক সম্প্রদায়) আমানত।
ফিলিস্তিনের এই শিশু আরও বলেছে, আপনারা লক্ষ্য করুন ইহুদিবাদী ইসরাইলীরা ফিলিস্তিনের শিশুদের প্রাথমিক অধিকারসমূহ থেকে বঞ্চিত করেছে। (দখলদাররা) বিশ্বের অন্যান্য শিশুদের মত স্বাধীনভাবে জেরুজালেম এবং ফিলিস্তিনের শিশু জীবন যাপন করতে অনুমতি দেয়না। আমাদেরকে মুক্ত করুন। আমাদেরকে স্বাধীনভাবে জীবন যাপন করতে দেন। আমরাও বিশ্বের অন্যান্য শিশুদের মত স্বাধীনভাবে জীবন যাপন করতে চায়।
iqna

 

captcha