IQNA

হজ ও ওমরাহ নিয়ে সৌদি আরবের বড় ঘোষণা

0:04 - October 15, 2022
সংবাদ: 3472648
তেহরান (ইকনা): হজ ও ওমরাহ নিয়ে সৌদি আরবের বড় ঘোষণা। পবিত্র হজ ও ওমরাহ করতে মুসলিম মহিলাদের জন্য আর মাহরামের প্রয়োজন নেই। এতদিনের শর্ত বাতিল করল সৌদি আরব। এখন যে কোনও মহিলা মাহরাম (পুরুষ সঙ্গী) ছাড়াই হজ বা ওমরাহ করতে সৌদি আরবে যেতে পারবেন। 
আগে হজ বা ওমরাহ পালনে মাহরামের সঙ্গে থাকা আবশ্যক ছিল। যার কারণে অনেক মহিলা ইচ্ছা হলেও হজ বা ওমরাহ করতে যেতে পারতেন না। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ বলেছেন, এখন মহিলারা কোনও মাহরাম ছাড়াই হজ বা ওমরাহ করতে পারবেন। 
 
এই সিদ্ধান্তের পিছনে মহিলাদের জীবনকে সহজ করা উদ্দেশ্য বলে জানিয়েছেন সৌদি সরকারের প্রাক্তন হজ মন্ত্রী ইব্রাহিম হুসেইন। তিনি বলেছেন, মহিলা এমনিতেই অনেক বাধার সম্মুখীন হচ্ছেন। হজ বা ওমরার জন্য পুরুষ সঙ্গী (মাহরাম) খুঁজে পাওয়া তাদের জন্য কঠিন। 
 
কাউকে পাওয়া গেলেও মূল্যস্ফীতির বোঝা বেড়ে যায়। মহিলাদের মাহরাম ছাড়া হজ বা ওমরাহ করার অনুমতি দেওয়া মানে তাদের জীবনকে সহজ করে তোলা। মহিলাদের জন্য নিরাপত্তা জোরদার করতে সৌদি আরব সরকার সারা দেশেই নিরাপত্তা বাড়িয়েছে। হয়রানি বিরোধী আইন-সহ একটি শক্তিশালী পরিকাঠামো তৈরি করেছ।
 
ইব্রাহিম হুসেন বলেন, 'মাহরাম ছাড়া আসা মহিলাদের নিরাপত্তার জন্য সৌদি আরব পুরোপুরি প্রস্তুত। বিমানবন্দর, সমুদ্রবন্দর, শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, মসজিদুল হারামের মতো গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। প্রতি বছর প্রায় বিশ লাখ মানুষ হজে যান।
 
ট্যাগ্সসমূহ: হজ ، মহিলজীবন
captcha