IQNA

বিশকেকে ইমাম আলী (আ.)-এর জন্মবার্ষিকী উদযাপন

22:19 - February 14, 2022
সংবাদ: 3471430
তেহরান (ইকনা): কিরগিজস্তানের রাজধানী বিশকেকের ইমাম আলী (আ.) মসজিদে আমিরুল মু’মিনি হযরত আলী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ রজব  হযরত ইমাম আমীরুল মু'মিনীন মাওলাল মুওয়াহহিদীন ওয়াল মুত্তাক্বীন আলী ইবনে আবী তালিব (আ.)-এর শুভ জন্ম দিন। রাসূলুল্লাহ সা:)-এর বয়স যখন ৩০ বছর , তখন হযরত আলী ইবনে আবী তালিব (আ.) পবিত্র কা'বাঘরে জন্মগ্রহণ করেন।
 
বিশকেকের ইমাম আলী (আ.) মসজিদে আজ সন্ধ্যা ১৮:৩০শে এশার নামাজের পর ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
কিরগিজস্তানে ইরানি কালচারাল কাউন্সিল জানিয়েছেন, বিশকেকের ইমাম আলী (আ.) মসজিদের আজারবাইজান, পাকিস্তান, ইরান এবং আফগানিস্তানের মু’মিন এবং মু’মিনাতের উপস্থিতে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহফিলে ইমাম আলী (আ.)এর শানে বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল্ ইসলাম শীরিন ওফ।
 
এই মাহফিলে কিরগিজস্তানে অবস্থিত ইরানের রাষ্ট্রদূত সাইদ খারাজি এবং বিশকেকে ইরানের কালচারাল কাউন্সিলার পারভেজ কাসেমি সহ ইরানের কূটনীতিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীগণ অংশগ্রহণ করেছেন।
 
আগামীকাল মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি তথা ১৩ রজব ইমাম আলী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী। বিশ্বের মু’মিনগণ এই দিনটিকে পিতা দিবস হিসেবে পালন করে থাকেন। iqna
 
 

 

ট্যাগ্সসমূহ: ইমাম ، আলী ، পবিত্র ، বিশ্ব ، পিতা ، মাহফিল
captcha