IQNA

বাদশাহ আবদুল আজিজ লাইব্রেরিতে দুর্লভ ইসলামিক মুদ্রার প্রদর্শনী + ভিডিও

20:23 - December 21, 2021
সংবাদ: 3471168
তেহরান (ইকনা): বাদশাহ আবদুল আজিজ লাইব্রেরিতে ৮ হাজারের অধিক দুর্লভ আরবি ও ইসলামিক মুদ্রা প্রদর্শন করা হয়েছে।

বাদশাহ আবদুল আজিজ লাইব্রেরিতে দুর্লভ ইসলামিক মুদ্রার প্রদর্শনী + ভিডিওসৌদি আরবের রাজধানী রিয়াদে প্রাচীন ইসলামী মুদ্রার প্রদর্শনী শুরু হয়েছে। বাদশাহ আবদুল আজিজ পাবলিক লাইব্রেরির উদ্যোগে আয়োজিত প্রদর্শনীটি গতকাল মঙ্গলবার শুরু হয়েছে।

 

দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ বলেন, ‘প্রদর্শনীর মাধ্যমে দর্শক, বিশেষজ্ঞ ও আগ্রহী ব্যক্তিরা ইসলামী সভ্যতা ও তার গৌরবময় ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।’ পাঠাগারের সংগ্রহে উমাইয়া, আব্বাসীয়, স্প্যানিশ, ফাতেমি, আইয়ুবি, আতাবেগ, সেলজুক, মামলুক ও উসমানীয় শাসনামলের আট হাজারেরও বেশি মুদ্রা সংগ্রহে আছে।

 

মুসলিম বিশ্বের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত এই সাম্রাজ্যগুলো বিস্তৃত ছিল। এ ছাড়া পাঠাগারের সংগ্রহে এমন কিছু মুদ্রা আছে, যেগুলো আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চল; যেমন—মক্কা, মদিনা, ইয়ামামা, বিশাতে গড়ে ওঠা বিভিন্ন সভ্যতার স্মারক।

 

পাঠাগারের জেনারেল সুপারভাইজার ফায়সাল বিন মুয়াম্মার বলেন, ‘প্রতিটি মুদ্রা ধর্মীয়, জ্ঞানগত, ঐতিহাসিক, সাংস্কৃতিক, সামরিক ও শৈল্পিক বিচারে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বের দাবিদার। প্রতিটি মুদ্রা ঐতিহাসিক দলিল ও স্মারক হিসেবে বিভিন্ন ঐতিহাসিক পর্যায়, যুগের স্তর, বৈশিষ্ট্য এবং যুগের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সভ্যতার রূপান্তরগুলো ফুটিয়ে তোলে।’

 

উক্ত প্রদর্শনীর একটি ভিডিও দর্শনার্থীদের প্রদর্শনের জন্য সম্প্রচার করা হল:

iqna

captcha