IQNA

আফগানিস্তানে মাইন বিস্ফোরণে নিহত ৬

20:45 - October 03, 2019
সংবাদ: 2609363
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাপিসা প্রদেশে মাইন বিস্ফোরণের ফলে ছয়জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রহিমী ঘোষণা করেছেন: এই বিস্ফোরণটি কাপিসা প্রদেশে সংগঠিত হয়েছে। সন্ত্রাসীরা এই মাইন রাস্তার পাশে পুতে রেখেছিল। এই মাইনটি বিস্ফোরণের ফলে দুই জন নারী ও চার জন শিশু নিহত হয়েছেন।
তিনি বলেন: এই বিস্ফোরণটি ১ম অক্টোবর রাতে কাপিসা প্রদেশের নাজরাব শহরের অদূরে বাজ খেইলী গ্রামে সংগঠিত হয়েছে। নিরাপত্তা বাহিনীরা এই বিস্ফোরণের জন্য তালেবানকে দায়ী করেছে।
এছাড়াও এই হামলায় অপর দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। এখনও পর্যন্ত তালেবানের সদস্যরা এ ব্যাপারে কোন মতামত প্রকাশ করেনি।
উল্লেখ্য যে, কাপিসা প্রদেশটি আফগানিস্তানের উত্তর-পূর্বে অবস্থিত এবং এটি এটি সেদেশের অন্যতম নিরাপত্তাহীন প্রদেশ।  iqna

captcha