IQNA

যুক্তরাষ্ট্রে বসবাসরত নও মুসলিমদের সমাজের সাথে যুক্ত হওয়া এবং প্রতিকূলতার গল্প

18:04 - April 30, 2019
সংবাদ: 2608451
আন্তর্জাতিক ডেস্ক: নেহেলা মোরালেস মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে জন্ম গ্রহণ করেন এবং ৪ বছর বয়সের সময় পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে চলে আসেন। তার ধর্মপ্রাণ দাদা দাদীর সাথে ছোট কাল থেকেই তিনি খ্রিষ্টান ক্যাথলিক বিশ্বাস নিয়ে বেড়ে উঠেছেন। কিন্তু তার বয়স যখন ২০ বছরে পৌছায় এবং তিনি নিউইয়র্ক শহরে অবস্থান করছিলেন ঠিক সে সময় ৯/১১ এর হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা ইকনা: তার মতে এই হৃদয়বিদারক ঘটনার পর তিনি বাধ্য হয়েই পবিত্র কুরআনে ঠিক কি বলা হয়েছে তা জনার জন্য কুরআন অধ্যয়ন করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এভাবেই একসময় সত্যের দিশা পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।

নেহেলা মোরালেস বলেন, ‘আপনার আপোষ করার প্রয়োজন নেই। আমি একই সাথে একজন মেক্সিকান এবং মুসলিম।’
যুক্তরাষ্ট্রে বসবাসরত হিসপানিক্স বংশোদ্ভূতদের অনেকেই ইসলাম গ্রহণ করেছেন তার মধ্যে নেহেলা মোরালেস অন্যতম।
তিনি বার্তা সংস্থা ‘WFAA’ কে বলেন, ‘যুক্তরাষ্ট্রের ডালাস শহরে আমার মত অনেক ইসলাম গ্রহণকারী ব্যক্তি বসবাস করেন এবং তাদের মধ্যে সবচেয়ে বেশী সংখ্যক রয়েছেন হিসপানিক বংশোদ্ভূত।’

প্রত্যেকের ধর্মান্তরের ভিন্ন ভিন্ন গল্প থাকে
কিছু মানুষ মুসলিম একজন কে বিয়ে করে ইসলাম গ্রহণ করে এবং কিছু কিছু মানুষ নেহেলা মোরালেসের মত নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করে।

কিন্তু নেহেলা মোরালেসের ইসলাম গ্রহণের পর ধর্মের প্রতি তার সবচেয়ে বেশী আকর্ষণ বেড়ে যায় তার পুত্র এন্ড্রু জন্মের পরে যার বয়স বর্তমানে ১৪ বছর।

নেহেলা মোরালেস বলেন, ‘সে ছিল আমার বিশ্বাসের চালিকা শক্তি। আমি বলতে চাই আমি তার জন্য এমন কিছু চাই যা আমাদের সবার জন্যই মঙ্গলজনক’।

ডালাসে বসবাসরত ওমার হেরনান্দেজ এর ধর্মান্তরের রয়েছে ভিন্ন একটি গল্প। ডালাসের উত্তর-পূর্ব অঞ্চলের বেড়ে উঠা ওমারের পরিবার সবসময় ধার্মিক ছিল।

তার পিতা মাতা গুয়াতেমালা থেকে যুক্তরাষ্ট্রে এসেছিল এবং ওমার তার পিতা মাতার খ্রিষ্টান ক্যাথলিক ধর্ম বিশ্বাস নিয়ে বড় হয়েছিল।

কিন্তু তিনি আজ থেকে ২৬ বছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণের জন্য তার জীবনে আফ্রিকার প্রভাব কে বেশী মূল্যায়ন করেন।
ওমার হেরনান্দেজ বলেন, ‘যখন আমি মুসলিম হয়ে গিয়েছিলাম আমার মনে হয়নি যে আমি যিশু কে পরিত্যাগ করছি। আমার শুধুমাত্র মনে হয়েছিল যে, পূর্বের তুলনায় বরং যিশু সম্পর্কে আমার ধারণা আরো স্পষ্ট হয়েছে।’

উপরে শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণের দুটি গল্পের সারাংশ বলা হয়েছে। নেহেলা মোরালেস বার্তা সংস্থা ‘WFAA’ কে বলেন যে, প্রতি দশ জন ইসলাম গ্রহণ কারীর মধ্যে অন্তত সাত জন ইসলামের চর্চা ত্যাগ করেন।

তার মতে এর কারণ হচ্ছে ধর্মান্তরিতরা ইসলাম গ্রহণের পরে তেমন একটা পরিচর্যার সুযোগ পায় না। আর এ কারণেই তিনি ‘EMBRACE’ নামের একটি দলের সাথে যুক্ত হয়েছেন যাদের কাজ হচ্ছে ইসলাম গ্রহণ কারীদের কে ধর্ম চর্চায় উৎসাহ দেয়া।

ওমার বলেন, ‘তার এই প্রক্রিয়ার দিকে ধাবিত হয় এবং খুবই আগ্রহী থাকে কিন্তু একসময় বাতাসে মিলিয়ে যায়।’
‘EMBRACE’ এমন একটি দল যেটি ধর্মান্তরিত দের সাথে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করে যা শুধুমাত্র নও মুসলিমেরা বুঝতে সক্ষম। যারা জন্মগত ভাবে মুসলিম নয় তারা কি কোনো চাপের মুখে ইসলাম গ্রহণ করেছে কিনা সে সম্পর্কেও দলটি জানতে প্রচেষ্টা চালায়।

‘EMBRACE’ দলটি অনলাইনে তাদের এক আলোচনায় জানায়, ‘ইসলাম গ্রহণ কারীদের ইসলামিক পরিচয় নিয়ে সমাজে সংযুক্ত হওয়ার জন্য উৎসাহ দেয়ার মাধ্যমে তাদের ক্ষমতায়ন, সমাজে যুক্ত করা, পরিচর্যা করা এবং নও মুসলিমদের সেবা করা দলটির উদ্দেশ্য। একই সাথে ধর্মান্তরিত দের চলার পথের প্রয়োজনীয় জ্ঞান বিতরণ করা দলটির অন্যতম কাজ।’

মোরালেস বলেন, প্রথম প্রথম ইসলাম গ্রহণের পরে তার পরিবার তার উপর ব্যাপক চাপ প্রয়োগ করত। বর্তমানে তিনি গর্বের সাথে তার মাকে ইসলাম সম্পর্কে জানাতে অভ্যস্ত হয়ে পড়েছেন।

কিন্তু জন্ম গত মুসলিমদের মতই ধর্মান্তরিত মুসলিম গণ বিশ্বের বিভিন্ন স্থান থেকে তাদের ধর্ম সম্পর্কে অনেক ভুল ধারণার সম্মুখীন হয়ে থাকেন।

‘একজন মুসলিম হিসেবে অন্যান্য মুসলিমদের সাথে সংযুক্ত হওয়া এবং উপযুক্ত শিক্ষা নেয়া আমাদের দায়িত্ব এবং আমরা এখনো কিছু ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছি।’- নেহেলা মোরালেস শেষে এমনটি জানান। wfaa.com/আরটিএনএন

captcha