IQNA

২০১৯ সালে;

তাতারস্তানে ব্রেইল বর্ণমালায় কুরআনের তাফসির প্রকাশ

21:21 - December 31, 2018
সংবাদ: 2607654
আন্তর্জাতিক ডেস্ক: ২০১৯ সালে তাতারস্তানের রাজধানী কাজানে তাতারী ও রাশিয়ান ভাষায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বর্ণমালার কুরআনের তাফসির প্রকাশ হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: কাজানের সাংস্কৃতিক ও শৈল্পিক চ্যারিটি সংস্থার পক্ষ থেকে আগামী বছরে ব্রেইল বর্ণমালার কুরআনের তাফসির প্রকাশ করা হবে।
রাশিয়াস্থ ইরানী কালচারাল অ্যাটাশে জানিয়েছেন: এই পদক্ষেপের মূল উদ্যোক্তা হচ্ছে "ইয়ারডিম" চ্যারিটি ফাউন্ডেশন। "সকলের জন্য কুরআন" প্রকল্প বাস্তবায়নের জন্য এই প্রকল্পটি হাতে নেয়া হচ্ছে।
ইয়ারডিম চ্যারিটি ফাউন্ডেশনের এক উৎস ঘোষণা করেছে: এই ফাউন্ডেশন সিদ্ধান্ত গ্রহণ করেছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বর্ণমালায় কুরআনের তাফসির গ্রন্থের ৩ হাজার পাণ্ডুলিপি প্রকাশ করা হবে এবং এসকল পাণ্ডুলিপি তাতারস্তানের বিভিন্ন লাইব্রেরিতে প্রেরণ করা হবে।
iqna

 

captcha