IQNA

বৌদ্ধদের হাতে মুসলমানেরা অবরুদ্ধ/ সকল প্রকার ঔষধ ও খাদ্য প্রবেশের ওপর নিষেধাজ্ঞা

19:26 - August 06, 2017
সংবাদ: 2603582
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন প্রদেশের রাটিডাইন শহরের মুসলমানদের শহর থেকে বের হতে দিচ্ছে না।
বৌদ্ধদের হাতে মুসলমানেরা অবরুদ্ধ/ সকল প্রকার ঔষধ ও খাদ্য প্রবেশের ওপর নিষেধাজ্ঞা

বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারের সামরিক বাহিনী এবং চরমপন্থি বৌদ্ধরা রাটিডাইন শহরের চারটি প্রবেশ পথের গেইট তালাবন্ধ করেছে এবং মুসলমানদের খাদ্য ও ঔষধ ছাড়াই নিজ শহরে করাবদ্ধ করে রেখেছে।

সামরিক বাহিনীরা বৌদ্ধ ব্যবসায়ীদেরও ঐ শহরে কোন প্রকার পণ্য আমদানি অথবা রপ্তানি করতে দিচ্ছে না। এ ব্যাপারে সাবধান করে বৌদ্ধ ব্যবসায়ীদের বলেছে, তোমরা যদি এই নির্দেশের অবাধ্য হও তাহলে এর জন্য তোমাদের শাস্তি পেতে হবে।

উল্লেখ্য, এক বৌদ্ধ ব্যক্তি রাটিডাইন শহর থেকে নিখোঁজ হওয়ার পর থেকে ঐ শহরের মুসলমানদের ওপর চরমপন্থি বৌদ্ধদের অত্যাচার বৃদ্ধি পেয়েছে। এজন্য ঐ শহরের সকল মুসলমানদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে তার ধীরে ধীরে মৃত্যুবরণ করবে।

iqna


captcha