IQNA

রমজান মাস উপলক্ষে জর্ডানে পবিত্র কুরআনের ১৩ হাজার পাণ্ডুলিপি বিতরণ

17:03 - May 30, 2017
1
সংবাদ: 2603174
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে জর্ডানের কুরআন কনজারভেশন সোসাইটি সেদেশের বিভিন্ন কুরআনিক সেন্টারে পবিত্র কুরআনের ১৩ হাজার পাণ্ডুলিপি বিতরণ করেছে।
রমজান মাস উপলক্ষে জর্ডানে পবিত্র কুরআনের ১৩ হাজার পাণ্ডুলিপি বিতরণ
বার্তা সংস্থা ইকনা: কুরআন কনজারভেশন সোসাইটি মহাপরিচালক হাসান আসাফ এক সংবাদ সম্মেলনে বলেন: জর্ডানের বিভিন্ন কুরআন কনজারভেশন সোসাইটি পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি বিতরণের মূল উদ্দেশ্য হচ্ছে কুরআন সংরক্ষণ এবং শিক্ষা বিস্তার, হেফজ প্রশিক্ষণ, উত্তম আমল শক্তিশালীকরণ, সংস্কৃতি সহযোগিতা এবং সকল প্রকার উগ্রবাদ দূর করে ইসলামের প্রকৃতি ধারণা সাধারণ জনগণের মধ্যে বিস্তার করা।
তিনি বলেন: মূল্যবান এই কুরআনের প্রতিটি পৃষ্ঠায় খালি জায়গা রাখা হয়েছে। যাতে করে ক্বারি, হাফেজ অথবা শিক্ষকগণ সেখানে নিজেদের সুবিধার্থে নোট লিখতে পারে।
এপর্যন্ত আম্মান শহরে ৫ হাজার হাফেজ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্তর্গত বিভিন্ন কুরআন হেফজ সেন্টার এবং কুরআনিক বিজ্ঞান সেন্টারের অন্তর্গত বিভিন্ন কেন্দ্র থেকে ১০ হাজার শিক্ষার্থী কুরআনের হাফেজ হয়েছেন।
উল্লেখ্য, জর্ডানের কুরআন কনজারভেশন সোসাইটির ১৪টি শাখা এবং ৯০০ কুরআন হেফজ সেন্টার ও কুরআনিক বিজ্ঞান সেন্টার রয়েছে। এই সোসাইটিটি জর্ডানের প্রথম এবং আরব বিশ্বের চতুর্থ কুরআনিক কেন্দ্র। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বর্ণমালায় পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রিন্ট এবং বিতরণ করা হয়।
iqna



প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
elora
0
0
vary nice
captcha