IQNA

বিশ্ব কুদস দিবস উপলক্ষে বক্তব্য পেশ করবেন সর্বোচ্চ নেতা

11:14 - April 29, 2022
1
সংবাদ: 3471781
তেহরান (ইকনা): আন্তর্জাতিক কুদস দিবসের সাথে মিল রেখে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা বক্তব্য পেশ করবেন।

ইরানসহ বিশ্বব্যাপী আজ (শুক্রবার) উদযাপিত হচ্ছে বিশ্ব কুদস দিবস। ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম ক্বেবলাসমৃদ্ধ নগরী জেরুজালেম আল-কুদসকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.) ১৯৭৯ সালে প্রথম এ দিবস পালন করার কথা ঘোষণা করেন।

 

তাঁর আহ্বানে সাড়া দিয়ে তখন থেকে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস হিসেবে পালিত হয়ে এসেছে। এ দিবসে বিশ্বের মুসলমানরা ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নেন এবং আমেরিকা ও ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগ করেন। তারা ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে আল-কুদসকে মুক্ত করার শপথ নেন।

 

এ উপলক্ষে রাজধানী তেহরানসহ সারাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা কুদস দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন। শোভাযাত্রাগুলো জুমার নামাজের ময়দানগুলোতে গিয়ে শেষ হবে। এছাড়া, আজকের দিবসের প্রধান আকর্ষণ থাকবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর (হাফিজাহুল্লাহ) গুরুত্বপূর্ণ ভাষণ।

 

মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হিসেবে ফিলিস্তিন সংকটের গুরুত্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য তিনি এ ভাষণ দেবেন। ইরান সময় আজ (শুক্রবার) বিকেল ৪টায় টেলিভিশন, রেডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাঁর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।  iqna

 
প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Md belal uddin sayfi
0
0
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো তত্যটা পড়ে।আমি দোয়া করি।আল্লাহ তায়ালা আপনাকে এ কাজের উপর অটল থাকার তৌফিক দান করুক আমিন ছুম্মা আমিন।।। আল্লাহ যাতে মুসলিম বাসির প্রথম কেবলাকে কুলাঙ্গার দের কবল থেকে মুক্ত করে দেন।আমিন। ইয়া রব্বাল আলামিন।
captcha