IQNA

মার্কিন আদালতে বিন সালমানসহ সৌদি’র ১২ কর্মকর্তকে তলব

12:18 - August 11, 2020
সংবাদ: 2611295
তেহরান (ইকনা): সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তলব করেছে মার্কিন আদালত। শনিবার তাকে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আদালতে তলব করা হয় বলে সোমবার (১০ আগাস্ট) খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

সাংবাদিক জামাল খাশোগির মতো করে এক গোপন মিশনে সৌদি আরবের এক প্রভাবশালী সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যাচেষ্টা করেন সালমান। এমন অভিযোগে ওই কর্মকর্তা মার্কিন একটি আদালতে অভিযোগ দায়ের করেন। থ্রিলার সিনেমার মতো সালমানের এসব মিশন পরিচালিত হয়। ১০৬ পৃষ্ঠার অভিযোগ পত্রের তার বিস্তারিত তুলে ধরেন ওই গোয়েন্দা কর্মকর্তা।

ভুক্তভোগী ওই সাবেক গোয়েন্দা কর্মকর্তার নাম অ্যাজেন্ট সাদ আল-জাবরি। তার উদ্ধৃতি দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়, তাকে বেশ কয়েকবার গুপ্তহত্যার চেষ্টা করা হয়েছে। তবে সেসবের একটিও সফল হয়নি।

সৌদি আরবের সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা ২০১৭ সাল থেকে কানাডায় নির্বাসিত রয়েছেন। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং পশ্চিমা বিশ্বের অনেক দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে সৌদি আরবের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন তিনি।

মামলার অভিযোগে জাবরি বলেছেন, ‘বিন সালমান সম্পর্কে এত অপমানজনক, সংবেদনশীল এবং ভয়াবহ তথ্য ড. সাদের স্মৃতি এবং মস্তিষ্কের চেয়ে বেশি আর কোথাও সম্ভবত রক্ষিত নেই। যে কারণে অভিযুক্ত বিন সালমান জাবরিকে মৃত দেখতে চান এবং গত তিন বছর ধরে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন।’

জাবরিকে দেশে ফেরাতে দুর্নীতির অভিযোগ এনে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশও জারি করে সৌদি আরব। কিন্তু পরবর্তীতে সংস্থা অন্যান্য দেশের সমালোচনার মুখে রেড নোটিশ প্রত্যাহার করে নেয় ইন্টারপোল।

জাবরি বলেছেন, ২০১৮ সালের অক্টোবরে রাজপরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দুই সপ্তাহের মধ্যে কানাডায় টাইগার স্কোয়াডের সদস্য পাঠিয়ে দেন সৌদি যুবরাজ। এই স্কোয়াডের উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা।

সৌদি যুবরাজ ছাড়াও আরও ১২ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আদালত সমন জারি করেছেন। এতে বলা হয়েছে, আদালতের সমন জারির জবাব দিতে ব্যর্থ হলে অবধারিতভাবেই অভিযোগের ব্যাপারে রায় দেয়া হবে।
সূত্র:somoynews

captcha