IQNA

কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন ইস্তাম্বুলের জামে মসজিদের মুয়াজ্জিন

22:21 - May 26, 2020
সংবাদ: 2610851
তেহরান (ইকনা): ইস্তাম্বুলের চামিলিয়া গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন “হোসেইন একবোলট” «TRT» চ্যানেলে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানের অধিকারী হয়েছেন।

পবিত্র রমজান মাস উপলক্ষে এই কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পর শীর্ষ স্থানে অধিকারীদের মধ্যে হোসেইন আকবোলট প্রথম স্থান অর্জন করেছেন।

কুরআন তিলাওয়াত প্রশিক্ষক ও তুর্কি কুরআন প্রতিযোগিতার বিচারক কমিটির সদস্য ‘ওসমান আকিন’ চূড়ান্ত পর্যায়ের জন্য হোসেইন একবোলোটকে পরিচয় করিয়ে দেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সরাসরি ভিডিওর মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দেখেছেন।

তুরস্কের রাষ্ট্রীয় পরিচালিত «TRT» স্যাটেলাইট নেটওয়ার্কের পক্ষ থেকে আয়োজিত এই প্রতিযোগিতায় ১৩২ জন অংশগ্রহণ করেছেন এবং এরমধ্যে চূড়ান্ত পর্বের জন্য সাতজন নির্বাচিত হয়েছেন।

«TRT»-এর পরিচালক ইব্রাহিম অরিন বলেন: চার বছর পূর্বে এই প্রতিযোগিতা শুরু হয়েছে এবং এরদোগানের সমর্থনে এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। iqna

captcha