IQNA

ইমাম হুসাইন (আ.)এর মাজারে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না

0:29 - May 25, 2020
সংবাদ: 2610843
তেহরান (ইকনা): ইরাকের পবিত্র নগরী কারবালায় অবস্থিত আবা আব্দুল্লাহ ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাজারের পরিচালক ঘোষণা করেছেন: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই পবিত্র মাজারে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে না।

ইমাম হুসাইন (আ.)এর মাজারের পরিচালক শনিবার এক বিবৃতিতে বলেছেন: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবং জনস্বাস্থ্য রক্ষণাবেক্ষণের জন্য এই পবিত্র মাজারে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে না।

এই বিবৃতিতে আরও বলা হয়েছে: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবং জনস্বাস্থ্য রক্ষণাবেক্ষণের জন্য আবা আবদুল্লাহ আল-হুসাইন (আ.)এর পবিত্র মাজারের ভিতরে এবং বাইনুল হারামইনের আশেপাশে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

হলি কারবালা স্বাস্থ্য কেন্দ্র শুক্রবার ঘোষণা করেছে, করোনাভাইরাসে নতুন করে তিন জন আক্রান্ত হয়েছেন এবং এই শহরে ভয়ঙ্কর এই ভাইরাসে মোট ১৩২ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়াও এই স্বাস্থ্য কেন্দ্র আরও ঘোষণা করেছে: এ পর্যন্ত এই শহরে করোনাভাইরাসের আঘাতে ৮ জনের মৃত্যু হয়েছে এবং ১১৮ জন সুস্থ হয়েছেন। iqna

captcha