IQNA

ঈদুল ফিতর উপলক্ষে কারাবন্দীদের সাধারণ ক্ষমায় সম্মতি প্রদান করলেন সর্বোচ্চ নেতা

22:17 - May 23, 2020
সংবাদ: 2610834
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩৭২১ জন বন্দীকে ক্ষমা করেছেন।

ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ইবরাহিম রায়িসি'র পাঠানো তালিকা অনুযায়ী আজ (শনিবার) এসব বন্দীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন তিনি।

ইরানের স্থানীয় আদালত, ইসলামি বিপ্লবী আদালত, দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আদালত এবং সরকারের বিভিন্ন সংস্থার সংশোধন কেন্দ্রে দোষী সাব্যস্ত ৩৭২১ জন বন্দী এই ক্ষমার আওতায় এসেছেন। এর ফলে এদের অনেকের শাস্তি কমে গেছেন। আবার কেউ কেউ শাস্তি থেকে পুরোপুরি মুক্তি পেয়েছেন।

প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা ক্ষমা পাওয়ার যোগ্য বন্দীদের তালিকা গ্রহণ করেন এবং বিচার বিভাগের প্রধানের সুপারিশ অনুযায়ী তাদেরকে ক্ষমা করেন। গত বছর ৬৯১ জন বন্দীকে ক্ষমা করেছিলেন তিনি। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংবিধানের ১১০ অনুচ্ছেদের ১১ ধারার আইন অনুযায়ী সর্বোচ্চ নেতা এসকল কারাবন্দীদের ক্ষমা প্রদানের ব্যাপারে সম্মতি প্রদান করেছেন। iqna

 

 

captcha