IQNA

যাকাতুল ফিতর সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিলেন আয়াতুল্লাহ আলী খামেনেয়ী

23:21 - May 20, 2020
সংবাদ: 2610816
তেহরান (ইকনা): ইসলাম প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর আহকাম ও ফিকাহ বিষয়ক চ্যানেল এ বছরের যাকাতুল ফিতর (ফিতরের যাকাত) পরিমাণ ঘোষণা করেছে।

সর্বোচ্চ নেতার ভার্চুয়াল নেটওয়ার্কের leader_ahkam@ ঠিকানায় গতকাল যাকাতুল ফিতরের পরিমাণ ঘোষণা করা হয়েছে। যাকাতুল ফিতরের ব্যাপারে তিনি কিছু প্রশ্নের উত্তর দিয়ে এর পরিমাণ ঘোষণা করেছেন।


প্রশ্ন: প্রত্যেক ব্যক্তির জন্য যাকাতুল ফিতরের পরিমাণ কত এবং যাকাতুল ফিতরের জন্য কী প্রদান করা উচিত?


উত্তর: মুকাল্লেফের অবশ্যই তার নিজের এবং তিনি যাদের ভরণ পোষণ করেন তাদের প্রত্যেকের জন্য এক ছা’য়া (প্রায় তিন কিলোগ্রাম) গম অথবা যব অথবা খেজুর অথবা কিশমিশ অথবা চাল অথবা ভুট্টাসহ এ জাতীয় খাদ্যদ্রব্য যোগ্য প্রাপ্যকে প্রদান করতে হবে এবং এসকল খাদ্যদ্রব্যের যে কোন একটির (অর্থাৎ মুকাল্লেফের মূল খাদ্যদ্রব্য যেটি তার) সমপরিমাণ অর্থ প্রদান করলেও হবে।

উল্লেখ্য যে, ১৪৪১ হিজরি অর্থাৎ ২০২০ সালে গমের অনুযায়ী (ইরানের হিসেবে) ১০ হাজার তুমান যাকাতুল ফিতর প্রদান করতে হবে।

যাকাতুল ফিতর সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিলেন আয়াতুল্লাহ আলী খামেনেয়ী

গম এবং যব ছাড়াও অন্যান্য পণ্যসামগ্রী দিয়ে যাকাতুল ফিতর প্রদান


প্রশ্ন: গম ও যবসহ রিসালায় উল্লেখ্য অন্যান্য খাদ্যদ্রব্য ব্যতীত অন্য জিনিস দিয়ে অর্থাৎ যাকে প্রদান করা হবে (দরিদ্র ব্যক্তি) তার প্রয়োজনীয় দ্রব্যসমূহ দিয়ে কী যাকাতুল ফিতর প্রদান করা যাবে?

উত্তর: অবশ্যই রিসালায় উল্লেখিত খাদ্যদ্রব্য অথবা তার সমপরিমাণ অর্থ দরিদ্রদের প্রদান করতে হবে। হ্যাঁ, যদি গ্রাহক উল্লেখিত খাদ্যদ্রব্য অথবা সমপরিমাণ অর্থের স্থানে অন্য কোন জিনিস নিতে আগ্রহী বা ইচ্ছা পোষণ করেন তাহলে, সেক্ষেত্রে সেই অর্থ দিয়ে তার পছন্দের জিনিস ক্রয় করে, তাকে প্রদান করতে পারবেন।

কার্ডের মাধ্যমে যাকাতুল ফিতর প্রদান

প্রশ্ন: দরিদ্র ব্যক্তির ব্যাংকের কার্ডে কী যাকাতুল ফিতরা প্রদান করা যাবে?

উত্তর: সমস্যা নেই, তবে যদি যাকাতুল ফিতরের অর্থ অথবা খাদ্যদ্রব্য যদি আলাদা করে থাকে তাহলে, তা পরিবর্তন করা বৈধ হবে না এবং মুকাল্লেফের নিজ শহরে যদি দরিদ্র ব্যক্তি থাকে, তাহলে এহতিয়াতে ওয়াজিবের ভিত্তিতে অন্য শহরের দরিদ্র ব্যক্তিদের যাকাতুল ফিতর প্রদান করা বৈধ হবে না।

যাকাতুল ফিতরের প্রকৃতি এবং পরিমাণ

প্রশ্ন: প্রত্যেক ব্যক্তির জন্য ফিতরের পরিমাণ কত এবং ফিতর হিসেবে কী প্রদান করতে হবে?

উত্তর: মুকাল্লেফের অবশ্যই তার নিজের এবং তিনি যাদের ভরণ পোষণ করেন তাদের প্রত্যেকের জন্য এক ছা’য়া (প্রায় তিন কিলোগ্রাম) গম অথবা যব অথবা খেজুর অথবা কিশমিশ অথবা চাল অথবা ভুট্টাসহ এ জাতীয় খাদ্যদ্রব্য যোগ্য প্রাপ্যকে প্রদান করতে হবে এবং এসকল খাদ্যদ্রব্যের যে কোন একটির (অর্থাৎ মুকাল্লেফের মূল খাদ্যদ্রব্য যেটি তার) সমপরিমাণ অর্থ প্রদান করলেও হবে। iqna

captcha