IQNA

আফগানিস্তানের মসজিদে রক্তক্ষয়ী হামলায় নিহত ৮/ আল-আজহারের নিন্দা

23:10 - May 20, 2020
সংবাদ: 2610815
আফগানিস্তানের পারওয়ান প্রদেশের একটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। হামলায় নামাজরত অবস্থায় কমপক্ষে ৮ মুসল্লি নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

পারওয়ান প্রদেশের পুলিশ জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) ইফতারের পর মাগরিবের নামাজ শুরু হলে মুসল্লিদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ একদল অস্ত্রধারী মসজিদে ঢুকে পড়ে। এরপরই নামাজরত মুসল্লিদের ওপর এলোপাথাড়ি গুলি চালায়। এ ঘটনায় এখনো ব্যক্তি বা গোষ্ঠী দায় স্বীকার করেনি।

 

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রনালয় ওই হামলার জন্য তালেবানকে দায়ী করেছে। তবে তালেবান এই হামলার দায় অস্বীকার করেছে। আফগানিস্তানে তালেবানের পাশাপাশি দায়েশ বা আইএস গোষ্ঠীও সক্রিয় হয়ে উঠেছে।

 

মিশরের ইসলামিক সেন্টার আল-আজহার ধর্মকে কুরুচিপূর্ণ করার লক্ষ্যে যে কোনও ধরনের হিংসাত্মক ও সন্ত্রাসী কর্মের বিরোধিতা প্রকাশ করে বলেছে: ইবাদতের স্থান বা যে কোনও মানুষের উপর হামলা চালানো জঘন্যতম অপরাধ। যারা এধরণের হামলা চালায় তাদেরকে এরফল পৃথিবীতে ভোগ করতে হবে এবং মহান আল্লাহ এসকল ঘতকদের পরকালে আযাবের প্রতিশ্রুতি দিয়েছেন।

 

আল-আজহার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সন্ত্রাসবাদী অভিযান হ্রাসের জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। সন্ত্রাসী কার্যক্রম যদি হ্রাস পাই তাহলে বিশ্বে নিরীহ মানুষের প্রাণহানি ঘটবে না বলে অবিহিত করেছে। iqna

captcha