IQNA

রমজানের লণ্ঠন; ফিলিস্তিনের প্রথাগত ঐতিহ্য

মাহে রমজান আগমনের সাথে সাথে ফিলিস্তিনিরা লণ্ঠন ক্রয় করে এবং সেই লণ্ঠন জ্বালিয়ে উৎসব পালন করেন। এই ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে এসেছে এবং দেশটির বিভিন্ন শহর বিশেষ করে জেরুজালেমের প্রাচীন অংশ আলোড়নপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।

এই লণ্ঠনগুলি বিভিন্ন আয়তন এবং আকারে প্রস্তুত করা হয় এবং পবিত্র কুরআনের আয়াত এবং আকর্ষণীয় রঙে সাজানো হয়।

 

captcha