IQNA

আরবাইনে ২১ টি দেশের ১০ হাজার ৭০০ মুকেব

17:52 - October 13, 2019
সংবাদ: 2609428
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাজারের অন্তর্গত ইরাক ও বিশ্ব হুসাইনী ও মুকেব বোর্ড ঘোষণা করেছে: চলতি বছরে ইমাম হুসাইন (আ.)এর আরবাইন তথা চেহলুম উপলক্ষে ১০ হাজার ৭০০ মুকেব (যিয়ারাতকারীদের বিশ্রাম ও আপ্যায়নের বিশেষ স্থান) স্থাপন করা হবে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাজারের অন্তর্গত ইরাক ও বিশ্ব হুসাইনী ও মুকেব বোর্ডের প্রধান রিয়াজ নেয়ামত আল-সালমান গতকাল এক বিবৃতিতে বলেছেন: চলতি বছরে ইমাম হুসাইন (আ.)এর আরবাইন তথা চেহলুম উপলক্ষে বিশ্বের ২১ দেশের ১০ হাজার ৭০০ মুকেব (যিয়ারাতকারীদের বিশ্রাম ও আপ্যায়নের বিশেষ স্থান) স্থাপন করার জন্য নাম নিবন্ধন করেছে।

তিনি বলেন: এর মধ্যে কোন কোন দল যিয়ারতকারীদের সেবা প্রদান করার জন্য নাম নিবন্ধন করেছে এবং বাকী দলেরা শোকানুষ্ঠান পালনের জন্য নাম নিবন্ধন করেছে।

আল-সালমান আরও বলেন: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র চেহলুম উপলক্ষে আরবাইনের পদযাত্রা প্রতি বছরের ন্যায় এ বছরেও সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হবে। আর এসকল মুবেক যিয়ারতকারীদের সেবা প্রদান করার জন্য স্থাপন করা হবে এবং প্রত্যেক মুকেব মালিককে নির্ধারিত স্থান প্রদান করা হয়েছে।

তিনি বলেন: মুকেবে যারা সেবা প্রদান করছে তাদের জন্য ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.)এর মাযার যিয়ারত কারার জন্য সময় নির্ধারণ করা হয়েছে।  iqna

 

 

 

 

 

captcha