IQNA

শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান: ইমরানকে সি চিনপিং

1:19 - October 10, 2019
সংবাদ: 2609405
আন্তর্জাতিক ডেস্ক: শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বললেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পাকিস্তানের প্রধানমন্ত্রীর চীন সফরকালে বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তাকে এই কথা বলেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। বুধবার এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এসব কথা জানায় পাকিস্তানের গণমাধ্যম দ্য নিউজ।

চীনের প্রেসিডেন্ট জানান, তিনি অধিকৃত কাশ্মীরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এই বিষয়ে পাকিস্তানকে সমর্থন দেবেন। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চীন-পাকিস্তানের সম্পর্কের কথা তুলে ধরায় ইমরান খানের প্রশংসা করেন। বিভিন্ন ক্ষেত্রে চীন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক আছে বলেও উল্লেখ করেন চীনের প্রেসিডেন্ট।

এসময় ইমরান খান বলেন, কঠিন অর্থনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসায় চীনের আর্থিক সহযোগিতার কথা কখনও ভুলবে না পাকিস্তান।

তিনি বলেন, পাকিস্তানের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কখনও কিছু করেনি চীন। এছাড়া পাকিস্তানকে কোনও শর্ত ছাড়াই সাহায্য করে আসছে চীন।

সি চিনপিং আগামী ১১-১২ অক্টোবর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠেয় এক বৈঠকে যোগদান করবেন। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হবে তার। আরটিভি

captcha