IQNA

নাইজেরিয়ায় আশুরার দিনে শহীদদের দাফন + ভিডিও

11:39 - September 14, 2019
সংবাদ: 2609237
আন্তর্জাতিক ডেস্ক: এই বছর আশুরার শোকানুষ্ঠানে নাইজেরিয়ার তিন জন শাহীদ হয়। সেদেশের মুসলমানদের অংশগ্রহণের মাধ্যমে এসকল শহীদদের সসম্মানে দাফন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র মুহররম মাসের ১০ তারিখ তথা আশুরার দিনের শোকানুষ্ঠানে নাইজেরিয়ার সেনা বাহিনীরা ব্যাপক হামলা চালায়। সেনা বাহিনীর এই হামলায় তিন জন শিয়া মুসলমান শাহাদাত বরণ করেন। আজ এসকল শহীদদের দাফন করা হয়।

১০ম সেপ্টেম্বর নাইজেরিয়ার শিয়া ইসলামী আন্দোলনের সদস্যদের পক্ষ থেকে সেদেশের বিভিন্ন শহরে আশুরার শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শোকানুষ্ঠান চলাকালীন সময় পুলিশ হামলা চালায়। পুলিশের এই হামলা কমপক্ষে ১২ জন শহীদ হয়।

নাইজেরিয়ার শিয়া ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন: আশুরার শোকানুষ্ঠান উদযাপনের উপর নাইজেরিয়ার সরকার নিষেধাজ্ঞা আরোপ করে। এধরণের অন্যায় নিষেধাজ্ঞা অমান্য করে নাইজেরিয়ার মুসলমানেরা এই শোকানুষ্ঠান পালন করে। এরফলে পুলিশ আশুরার শোকানুষ্ঠানে হামলা চালায়।  iqna

নাইজেরিয়ায় আশুরার দিনে শহীদদের দাফন

captcha