IQNA

মাশহাদে ইমাম মুসা কাযিম (আ.) এবং ইমাম মুহাম্মাদ ত্বাকী (আ.)এর পবিত্র মাযারের দরজা তৈরি হচ্ছে

ইরাকের পবিত্র নগরী কাযেমাইনে ইমাম মুসা কাযিম (আ.) এবং ইমাম মুহাম্মাদ ত্বাকী (আ.)এর পবিত্র মাযারের দরজাসমূহ ইরানের পবিত্র নগরী মাশহাদে তৈরি হচ্ছে। ২০১১ সালে এই কাজ শুরু হয়েছে। মাশহাদের কারখানায় ইমাম মুসা কাযিম (আ.) এবং ইমাম মুহাম্মাদ ত্বাকী (আ.)এর পবিত্র মাযারের জন্য মোট ১৬টি দরজা নির্মাণ করা হবে। ১৬টি দরজার মধ্যে ১৩টি দরজা নির্মাণ করা হয়েছে এবং বাকী ৩টি দরজার কাজ প্রায় শেষের পথে।

দরজার পাল্লা ও ফ্রেম নির্মাণের জন্য আখরোট ও সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে। পাল্লা ও ফ্রেম পলিয়েস্টার এবং তামার প্লেট এবং সোনার প্লেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দরজার মিনেসোটা, কোয়ান্টাইন এবং গিয়ারবক্সের কাজের জন্য ৪০ জন দক্ষ শিল্পী অক্লান্ত পরিশ্রম করে এই কাজ প্রায় শেষ করেছে। বর্তমানে দরজার কারুকাজ এবং তামা ও সোনার প্লেট লাগানোর কাজ চলছে। দরজা নির্মাণের কাজ শেষ হওয়ার পর দরজাসমূহ কাযেমাইনে প্রেরণ করা হবে এবং ইমাম মুসা কাযিম (আ.) এবং ইমাম মুহাম্মাদ ত্বাকী (আ.)এর পবিত্র মাযারে লাগানো হবে।

 
captcha