IQNA

আম্মানে 'পায়াম্বারে আযাম" শীর্ষক প্রদর্শনী

23:40 - November 15, 2018
1
সংবাদ: 2607237
আন্তর্জাতিক ডেস্ক: আম্মানের মাস্কাট প্রদেশের ক্রেম প্রাকৃতিক পার্কে 'পায়াম্বারে আযাম" শিরোনামে প্রদর্শনী শুরু হয়েছে।

আম্মানে 'পায়াম্বারে আযামবার্তা সংস্থা ইকনা: 'পায়াম্বারে আযাম" প্রদর্শনীটি ১৩ই নভেম্বর আম্মানের মাস্কাট প্রদেশের এনডাউমেন্টস অ্যান্ড রিলিজিয়াস অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ে উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মাস্কাটের গভর্নর, কুরআনের শিক্ষকমণ্ডলী ও অধ্যাপকগণ উপস্থিত ছিলেন।
আসন্ন মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এই প্রদর্শনীটি শুরু হয়েছে। প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে: পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকসহ বিভিন্ন দিক থেকে হযরত মুহাম্মাদ (সা.)-এর সৃজনশীল ভূমিকাকে সাধারণ জনগণের সম্মুখে তুলে ধরা।
এই প্রদর্শনীটি মাস্কাটের ক্রেম প্রাকৃতিক পার্কে অনুষ্ঠিত হচ্ছে। টানা তিন দিন সকাল ও বিকালে দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
lvmnxdel
0
0
20
captcha