IQNA

ব্রুকলিন মিউজিয়ামে পবিত্র মক্কার চিত্র প্রদর্শনী + ছবি

12:52 - December 09, 2017
সংবাদ: 2604510
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার নিউইয়র্ক সিটির ব্রুকলিন মিউজিয়ামে "মক্কায় ভ্রমণ" শিরোনামে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

ব্রুকলিন মিউজিয়ামে পবিত্র মক্কার চিত্র প্রদর্শনী + ছবি

 

বার্তা সংস্থা ইকনা: এই প্রদর্শনী ১ম ডিসেম্বরে শুরু হয়েছে এবং একাধারে ২০১৮ সালের এপ্রিল মাস পর্যন্ত অব্যাহত থাকবে।

য় ভ্রমণ" শিরোনামে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীতে পবিত্র কাবা ও মক্কা নগরীর অধিবাসীদের ছবি এবং ডিজিটাল পর্দায় ৬টি চলচ্চিত্র ও কাবাঘরের ম্যাগনেটিক ভাস্কর্য প্রদর্শন করা হচ্ছে। আহমেদ ম্যাটেরের উদ্যোগে এই প্রদর্শনী প্রদর্শিত হচ্ছে।

আহমেদ একজন মেডিকেল চিকিৎসক। তিনি ২০০৮ সালে থেকে পবিত্র মক্কা নগরীর ছবির প্রোজেক্ট হাতে নেন এবং এই সময়ের মধ্যে তিনি তার ক্যামেরায় পবিত্র মক্কা নগরীর প্রসার ও উন্নয়নের চিত্র বন্দি করেন।

এই প্রদর্শনীতে মক্কা পুনরায় উন্নয়নের প্রভাব, এই শহরে সংস্কার, মক্কার জনগণের অবস্থা এবং নাগরিকদের পেশার ছবি দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে।

iqna

 

 

captcha